সুশীল চন্দ্র দাস, লাখাই ॥ লাখাই থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২ যুবলীগ নেতাসহ পৃথক অভিযানে ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হল- লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের আজনু মিয়ার ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আনিসুজ্জামান বাপ্পি, লাখাই ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাবেক ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বর্তমান মেম্বার লাখাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান, স্বজনগ্রামের মৃত ইমান আলীর ছেলে সাজিদ মিয়া, কাওছার মিয়া ও বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত খুদিরাম দাসের ছেলে পলাতক আসামী বিশ্ব রঞ্জন দাস। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।