খালেদা জিয়ার জানাজায় বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সল-এর অংশগ্রহণ
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল। বুধবার ঢাকায় অনুষ্ঠিত জানাজায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় হবিগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় গিয়ে জানাজায় অংশ নেন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জানাজা প্রাঙ্গণে উপস্থিত হন। জানাজা শেষে তারা মরহুম নেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
হবিগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন এ দেশের আপোষহীন গণতান্ত্রিক আন্দোলনের সাহসী পথপ্রদর্শক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে তিনি জীবনের প্রতিটি অধ্যায়ে দৃঢ় অবস্থান নিয়েছেন।” তিনি আরও বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া এ দেশের মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েও তিনি কখনো মাথা নত করেননি। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।” 
সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আজ দেশের মানুষ একজন অভিভাবকসুলভ নেত্রীকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তবে আমরা বিশ্বাস করি, তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে।”