মাধবপুরে ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কৃষক লীগ নেতা গ্রেফতার
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় অভিযান চালিয়ে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোররাতে মাধবপুর থানার এসআই মো: শাহনূর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামে অভিযান (৩য় পৃষ্ঠায় দেখুন) কৃষক লীগ নেতা গ্রেফতার চালিয়ে মো: বসু মিয়া মেম্বার (৪৪) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেন। তিনি উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা গ্রামের মো: আলফু মিয়ার পুত্র ও আন্দিউড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব মুরশেদ খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলফু মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।