বানিয়াচংয়ে কৃষকলীগ নেতা মহিবুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়ন কৃষকলীগ নেতা মহিবুর রহমানকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তাকে আটক করা হয়। ডিবি পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান কয়েকটি মামলা রয়েছে। 
অপর একটি সূত্র জানায়, ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে মহিবুর রহমান বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া ও তার ছোট ভাই মক্রমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশিক মিয়ার সাথে আওয়ামীলীগের সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন। 
এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ জানান, মহিবুর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।