সুশীল চন্দ্র দাস, লাখাই ॥
লাখাইয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রহিমকে ২ লাখ টাকা ও তিতাস ইটভাটা কে ১ টাকা জরিমানা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের তিতাস ইট ভাটায় ও একটি হাওরে। গত বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম মোড়াকরি এলাকায় তিতাস ইট ভাটা কে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে নানা অপরাধে এক লাখ টাকা ও মোড়াকরি গ্রামের নুরুল ইসলামের ছেলে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রহিম কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫ (১)এ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং মালিক বিহীন ৩টি মাটি বুঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এএস আই প্রদীপসহ পুলিশের একটি টিম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন এ অভিযান অব্যাহত থাকবে।