স্টাফ রিপোর্টার ॥
নবীগঞ্জ বাজারে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তা ও রাস্তার ফুটপাতের উপর অনুমোদন ব্যতীত দোকানের জিনিসপত্র রেখে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগে ৫ জন ব্যবসায়ীকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৮(৭) ধারায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে নবীগঞ্জ বাজারের রাস্তা ও রাস্তা সংলগ্ন ফুটপাত দখলমুক্ত রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার কাজে পৌরসভা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।