হবিগঞ্জে শিশু সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু
তারিখ: ২-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

 হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ওপর হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। পহেলা জানুয়ারী হবিগঞ্জ প্রেসক্লাবে হ্যালো বিডি আয়োজিত কর্মশালার সহযোগিতায় ছিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরী ও সঞ্চালনা কনের দীপ্ত টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি আখলাছ আহমেদ প্রিয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মইনুল হক। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট দেবব্রত চক্রবর্তী বিষ্ণু ও হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা)’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। কর্মশালাটি পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফিচার সম্পাদক আহসান বিপুল। এতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সেভেন থেকে দশম শ্রেণি পড়ুয়া ২০ শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণার্থীদের মাঝে খাতা, কলম, ব্যাগসহ অন্যান্য প্রশিক্ষণ উপকরণ দেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হবে। 
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মইনুল হক বলেন, ‘প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ ও ভাল সাংবাদিক গড়ে উঠে। কারণ প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সমাজিক উন্নয়নের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন সাংবাদিকরা। আজকের শিশু সাংবাদিকরা আগামী দিনে দেশের গুরুত্বপুর্ণ মিডিয়ায় কাজ করার সুযোগ পাবে। শিশুদের অধিকার আদায় নিশ্চিতে কাজ করছে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। এতে শিশুরা সাংবাদিকতার সুযোগ পাচ্ছে। এ পেশার মাধ্যমে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাওয়া যায়’।