বাহুবলে বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোচালক সাজু মিয়া নিহত
তারিখ: ১৩-জানুয়ারী-২০২৬
বাহুবল প্রতিনিধি ॥

 বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজু মিয়া নামে এক অটোচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে মহাসড়কের চারগাঁও নামস্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্যামলী পরিবহনের একটি বাস ও অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি সম্পূর্ণ  দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক সাজু মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় প্রায় ঘন্টাখানিক মহাসড়কের যান চলাচলে বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় দুমড়ে মুছরে যাওয়া অটোকেটে নিহত চালকের লাশ উদ্ধার পূর্বক যান চলাচল স্বাভাবিক হয়।

প্রথম পাতা