নসরতপুরে র‌্যাবের অভিযানে বস্তায় থাকা পরিত্যাক্ত এয়ারগান উদ্ধার
তারিখ: ১৩-জানুয়ারী-২০২৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিকদল রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বেরিবাধ নসরতপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করে। 
সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। এরই অংশ হিসেবে র‌্যাব সদস্যরা নসরতপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান উদ্ধার করা হয়। 
তবে এয়ারগানটির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি জিডি মূলে হবিগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রথম পাতা