হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী ডা. সরওয়ারের শোকজ সন্তোষজনক
তারিখ: ১৩-জানুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 হবিগঞ্জ-৩ আসনের বৃহত্তর সুন্নি জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী, ক্যান্সার গবেষক ডা. এস এম সরওয়ারের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ সন্তোষজনক করা হয়েছে। নির্বাচন কমিশনের অধীন নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি (ঊষবপঃড়ৎধষ ঊহয়ঁরৎু ধহফ অফলঁফরপধঃরড়হ ঈড়সসরঃঃবব) কর্তৃক জারিকৃত নোটিশ অনুযায়ী, গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে ডা. এস এম সরওয়ারের বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ ২০২৫ শের ১৮ বিধিমালা,  অনুযায়ী ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ করা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে তাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে স শরীলে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়। পরবর্তীতে ডা. এস এম সরওয়ার লিখিত জবাবে উল্লেখ করেন, উক্ত ঘটনাটি অনিচ্ছাকৃত ছিল এবং নির্বাচনী আচরণবিধির সংশ্লিষ্ট ধারাসমূহ সম্পর্কে তিনি অবগত ছিলেন না। ভবিষ্যতে তিনি কিংবা তার কোনো সমর্থক যেন আচরণবিধি পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না হন সে বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। ডা. এস এম সরওয়ারের লিখিত জবাব ও সার্বিক বিষয় পর্যালোচনা শেষে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি তার ব্যাখ্যাকে সন্তোষজনক বিবেচনা করে শোকজ নোটিশ সন্তোষজনক সিদ্ধান্ত গ্রহণ করেন। 
শোকজ সন্তোষজনক নিশ্চিত হওয়ার পর ডা. এস এম সরওয়ার বলেন,“আমি নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল। ভবিষ্যতে নির্বাচনী আইন ২৫ শের ১৮ বিধি বিধান ও আচরণবিধি সম্পূর্ণভাবে মেনে চলেই আমার সকল কার্যক্রম পরিচালনা করবো।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শোকজ প্রত্যাহারের মাধ্যমে ডা. এস এম সরওয়ারের নির্বাচনী প্রচারণায় যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কেটে গেছে এবং তিনি এখন পূর্ণ উদ্যমে নির্বাচনী বিধি বিদান মেনে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

প্রথম পাতা