মাধবপুর প্রতিনিধি \
॥ মাধবপুর উপজেলায় ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া (৬০) কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত রোববার দিবাগত রাত ১০টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধিন অবস্থায় মারা যান। দুলাল মিয়া মাধবপুর উপজেলার উত্তর সুরমা গ্রামের হাজী মোস্তব আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি ছিলেন।
দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়া জানান, গত ২০ ডিসেম্বর রাত ২টার দিকে মাধবপুর থানা পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযানে তেলিয়াপাড়ায় তাদের বাসা থেকে দুলাল মিয়াকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় দুলাল মিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশ হেফাজতে তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবস্থার আরও অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন। গ্রেফতারের মাত্র এক মাসের মাথায় তিনি মারা যাওয়ায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।