শহরে সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে প্রবীণ হিতৈশী সংঘের শীতবস্ত্র বিতরণ
তারিখ: ১৩-জানুয়ারী-২০২৬
প্রেস বিজ্ঞপ্তি ॥

 বাংলাদেশ প্রবীণ হিতৈশী সংঘ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাব রোডস্থ সংগঠনের কার্যালয়ে আড়াই শতাধিক সুবিধা বঞ্চিত লোকজনের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, বৃন্দাবন সরকারী কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ।
জেলা প্রবীণ হিতৈশী সংঘের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম জি মোহিতের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শরীফ উল্লাহ, বীরেন্দ্র লাল রায়,  ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহমেদ, অনুকুল চন্দ্র দাস, আলহাজ্ব নাজমুল হুদা চৌধুরী, এডভোকেট জুনায়েদ আহমেদ চৌধুরী, বজলুর রহমান, শামছু মিয়া, গাজী মেজবাহ উদ্দিন, শওকত আলী, মোঃ হানিক মিয়া, এডভোকেট মাহমুদুর রহমান সেলিম, তফসির মিয়া, মকসুদ আলী, আবুল হোসেন, এডভোকেট শিবলী খায়ের, সুমেন চৌধুরী, মানিক চন্দ্র দাস, জালাল উদ্দিন আহমেদ, আব্দুন নুর, ফারুক আহমেদ, তাজ উদ্দিন আহমেদ বাবুল, আব্দুর রহমান, প্রীতি কুসুম সিংহ, ওয়াহিদুর রহমান টিটু, আলহাজ্ব নজরুল ইসলাম, নাজমুল হোসেন বাচ্চু প্রমুখ।

প্রথম পাতা