শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে বিশাল জনসভায় যোগ দিবেন তারেক রহমান
তারিখ: ১৩-জানুয়ারী-২০২৬
আখলাছ আহমেদ প্রিয় ॥

 আগামী ২২ জানুয়ারী শায়েস্তাগঞ্জ থানা সংলগ্ন উপজেলা পরিষদ মাঠে বিশাল জনসভায় যোগ দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল ৩ টা থেকে ৪ টার মধ্যে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ সময় জেলার ৪টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার কথা রয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগরস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ¦ জিকে গউছ। তিনি বলেন, ‘সড়কপথে ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ সময় সমাবেশে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। তাঁর বক্তব্য শুনার জন্য হবিগঞ্জের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করছে। আমাদের কষ্ট হবে, তারপরও  জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করার চেষ্টা করবো। ইতিপূর্বে জেলায় যত জাতীয় সমাবেশ হয়েছে, আমরা বিশ^াস করি সমস্ত জনসভাকে পিছনে ফেলে নতুন একটি ইতিহাসের স্বাক্ষী হবে। তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় থাকবে চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ), স্থানীয় প্রশাসন ও ৮ দলের শত শত ভলান্টিয়ার। এছাড়াও আমাদের চোখ-কান খোলা থাকবে। 

প্রথম পাতা