প্রেস বিজ্ঞপ্তি ॥ বিভিন্ন দেশের কর্মরত হবিগঞ্জ জেলা প্রবাসীদের নিয়ে প্রথম মেয়াদে এক বছরের (২০২৬-২০২৭) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ৯ জানুয়ারি শুক্রবার ইমু গ্রুপের মাধ্যমে একটি ভার্চুয়াল সভায় প্রধান উপদেষ্টা (কুয়েত) এম মো: মুজিব (ইউএই) ও উপদেষ্টা এমরান খান (ইতালি) এবং সভাপতি মো: জসিম উদ্দিন (ইউএই) এর স্বাক্ষরিত প্যাডে ২০২৬- ২০২৭ এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে নবউদ্যম বিশ^ প্রবাসী ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলার কমিটি পরিচালনার লক্ষ্যে মো: আবদুল সোবহান মিয়া প্রধান উপদেষ্টা, মো: জসিম উদ্দিন সভাপতি, আলী মোহাম্মদ সাচ্চু সাধারণ সম্পাদক ও মো: আসকির মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেওয়া হয়।