স্টাফ রিপোর্টার ॥ হাটি-হাটি-পা-পা করে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগুচ্ছে। জেলা প্রশাসন সরকার প্রদত্ত ভূমির দলিল ও দখল বুঝিয়ে দেয়ার পর এর বাস্তবায়ন কাজ অনেক দূর এগিয়ে গেছে। গত রোববার বিকেলে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদারের কাছে সরকার প্রদত্ত ৫০ শতক ভূমির কাগজপত্র প্রদান করে। পরে সহকারী কমিশনার (ভূমি) দখল বুঝিয়ে দেন। এ সময় হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সফিকুল বারী আওয়াল, কোষাধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী জালাল, আজীন সদস্য জাহাঙ্গীর ভূইয়া, এডভোকেট রুহুল হাসান শরীফ, মহসিন ভূইয়া, প্রশান্ত সরকার ও হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল উপস্থিত ছিলেন। হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা দেশের বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক কামরুল হাসান তরফদারের নেতৃত্বে বিগত ২০২১ সালে এর অগ্রযাত্রা শুরু হয়। ২০২২ সালে হবিগঞ্জ পৌরসভা স্থানীয় পিটিআই সম্মুখস্থ রাস্তার পাশে একটি অফিস বরাদ্দ দেয়। এ উদ্যোগের সাথে যুক্ত হন জনপ্রতিনিধি, রাজনীতিক, চিকিৎসক’ আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ। ইতোমধ্যে আজীবন সদস্যভুক্তি লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে। প্রায় দুশ ব্যক্তি আজীবন সদস্য পদ গ্রহণ করেছেন। বর্তমানে দাতা সদস্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষাবিদসহ সিলেটে বসবাসরত হবিগঞ্জ জেলার অধিবাসীরা এ স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সদর উপজেলার বিসিক শিল্পনগরীর বিপরীতে নির্ধারিত সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।