স্টাফ রিপোর্টার ॥
চুনারুঘাট উপজেলায় ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় পৃথক অভিযানে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ জানুয়ারি) সকালে চুনারুঘাট থানার একদল পুলিশ উপজেলার সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সাটিয়াজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদালুর রহমান আবদালকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে সাটিয়াজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এদিকে একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি কাহহার মিয়াকে আটক করে পুলিশ। তিনি রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। পুলিশ সূত্রে আরও জানানো হয়, চলমান অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত থাকবে।