শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করেছে হবিগঞ্জ জেলা শ্রমিকদল। এ উপলক্ষে গতকাল রবিবার বাদ মাগরিব শায়েস্তানগরস্থ দালের কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম, তরফদার তনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এসএম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন- জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা শ্রমিকদলের সহ-সভাপতি সুকুর আলী, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন ভান্ডারী, হাজী আব্দুল ওয়াহাব বাবুল, আব্দাল মিয়া, সদর থানা যুবদলের আহ্বায়ক মর্তুজা আহমেদ রিপন, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ফটিক, জেলা শ্রমিকদল নেতা শেখ রহমত আলী, ফুয়াদ চৌধুরী, আব্দুল হাই, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সোনালী ব্যাংক এপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুর রহমান সিতু, জেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফি, জেলা জাসাদের সভাপদি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর থানা শ্রমিকদলের সাধারণ শফিকুল ইসলাম সফিক, পৌর শ্রমিকদল নেতা লালন আহমেদ, আজিদ খান, জাকির মিয়া প্রমুখ। মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি আশরাফুল ওয়াদুদ।