হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চিতকরণের লক্ষ্য গত ২৪ মে রবিরার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবীর ২০১৫-১৬ অর্থবছরে ১ কোটি ২ লাখ ৯১ হাজার ৩৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করন। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও সচিব এসএম সোহানের পরিচালনায় বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।