শহরতলীর মশাজান থেকে নিষিদ্ধ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তারিখ: ১-জুন-২০১৫
এ কে কাওসার ॥

হবিগঞ্জ শহরতলীর মশাজান  এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ দুই যুবক কে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবির এসআই সুদীপ রায়, এসআই ইকবাল বাহার, এএসআই মুসলিমের নেতৃত্বে অভিযান পারিচালনা করা হয়। আটককৃতরা হল, সদর উপজেলার পইল ইউনিয়নের আছিপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র সিহাব উদ্দিন (২৫), আব্দাবখাই গ্রামের তরিক আলীর পুত্র আব্দুল কাদির (২৮)। পুলিশ জানায়, সিহাবকে ১০০ পিছ ইয়াবাসহ মাশাজান এলাকা থেকে আটক করা হয়। অপর দিকে কাদির মিয়াকে ১০ পিস ইয়াবাসহ শহরের পৌদ্দার বাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা