এসএসসিতে আশানুরূপ ফলাফল না হওয়ায় ॥ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় গলায় ফাঁস দিয়ে ছাত্রীর আত্মহত্যা
তারিখ: ১-জুন-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জান্নাতুল ফেরদৌস মিতু নামে এক এসএসসি পরীক্ষার্থী। জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজের ওই ছাত্রী শহরের স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দ, গণপূর্ত বিভাগের টেকনিশিয়ান এমএ মহসিনের কন্যা। পুলিশ ও এলাকাবাসী জানায়, জান্নাতুল ফেরদৌস মিতু এ বছর জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩.১১ পায়। তার সহপাঠীদের চেয়ে জিপিএ কম পাওয়ায় সে মুষড়ে পড়ে। গতকাল রোববার সকালে তার মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে বাসার বাইরে যান। এ ফাঁকে নিতু বাসার পাশের একটি আম গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মিতু’র মা বাসায় ফিরে এ দৃশ্য দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিলীপ কুমার বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে তার দাফন সম্পন্ন হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, আশানুরূপ ফলাফল না হওয়ায় মিতু আত্মহত্যা করেছে বলে তার পরিবার দাবী করছে।

প্রথম পাতা
শেষ পাতা