মাধবপুরে দিনদুপুরে থানার পাশে বাসা দখলের চেষ্টা ॥ আটক ৩
তারিখ: ১-জুন-২০১৫
মিজানুর রহমান অনিক, মাধবপুর ॥

মাধবপুরে দিনদুপুরে থানার পাশে বাসা দখলের চেষ্টা করেছে একদল দুর্বৃত্তরা। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাধবপুর পৌর এলাকার ব্যবসায়ী রুহুল আমীনের বাসা মোতালিব ভবন মাধবপুর থানার পাশে অবস্থিত। গতকাল রোববার দুপুরে স্ত্রী শিরিন আক্তারসহ তিনি বাসায় অবস্থান করছিলেন। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক পৌর মেয়র শাহ মোঃ মুসলিমের ভাতিজা বারেকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাসার দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা রুহুল আমীন ও শিরিন আক্তারকে বেধে মারধোর করে মালামাল লুট করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাধা অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ঘটনার মুল হোতা বারেক, তার স্ত্রী জাহানারা ও ভাই জাহাঙ্গীরের স্ত্রী মোর্শেদাকে আটক করে। রুহুল আমীন জানান, দুর্বৃত্তরা তার বাসা দখলের চেষ্টা চালিয়ে ২৫ ভরি স্বর্ণালংকার, ৫লাখ টাকা, ৩টি মোবাইল ফোন, কম্পিউটারসহ সকল মালামাল লুট করে নেয়। তিনি দাবি করেন, এতে তার ৩০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, দখলের চেষ্টায় বারেকের নেতৃত্বে রুহুল আমীনের বাসায় লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

প্রথম পাতা
শেষ পাতা