তাদের বিরুদ্ধে হত্যা ধর্ষণ নির্যাতনসহ ৪টি অভিযোগ আনা হয়েছে ॥ বড় মিয়া ও আঙ্গুরসহ তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল
তারিখ: ১-জুন-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

মানবতাবিরোধী অপরাধের মামলায় বানিয়াচঙ্গের দুই সহোদর মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আগামী ২২ জুলাই একই মামলার আসামি ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল রবিবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানি শুরুর এ আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। প্রথমে দুজন আসামি থাকলেও পরবর্তীতে তদন্তকালে আব্দুর রাজ্জাকের সংশ্লিষ্টতা পাওয়ায় তার নামও সংযুক্ত করা হয়। গত ২৫ মে মহিবুর-মুজিবুর-রাজ্জাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগে। এর আগে ১০ ফেব্র“য়ারি তদন্তের স্বার্থে মহিবুর রহমান বড় মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুর মিয়াকে গ্রেফতার আবেদন জানান প্রসিকিউশন। আবেদনের শুনানি শেষে গ্রেফতারি পরোয়ারা জারির পরপরই হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে খাগাউড়া ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া (৭০) ও তার ছোট ভাই বর্তমান ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে (৬৫) গ্রেফতার করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ। এরপর তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় আব্দুর রাজ্জাকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে প্রসিকিউশন তার গ্রেফতারি পরোয়ানার আবেদন জানায়। ১৭ মে রাজ্জাককেও এ মামলার আসামি করে তিন আসামির বিরুদ্ধে চারটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ ও আসামি মহিবুর-মুজিবুর-রাজ্জাকের পক্ষে ছিলেন আইনজীবী মো. মাসুদ রানা।

প্রথম পাতা
শেষ পাতা