আজ ১ জুন সোমবার থেকে কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ এর অধীনে ২০১৫ সালের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে। এতে ৫৫টি মাদ্রাসার ৭৪০ জন পরীক্ষার্থী ৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। উক্ত পরীক্ষা আগামী ৮ জুন সোমবার সমাপ্ত হবে। পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের কাছে সার্বিক সহযোগিতা ও দুআ কামনা করেছেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আবু ছালেহ ছাদী ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আঃ বছির।