চুনারুঘাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মানব পাচারকারীরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। সৌদি আরব, ডুবাই, জর্ডান, কাতার, লিবিয়া, লেবানন লোক পাঠানোর নামে পুরুষ ও মহিলাদের নাম ঠিকানা সংগ্রহ করেছে। মহিলাদের সৌদি আরব নিয়ে কাজ করে ভিসা ও টিকেটের টাকা দিবেন এই প্রলোভন দিয়ে মানবপাচার চলছে। এক শ্রেণীর বিদেশ পাঠানোর দালাল চুনারুঘাটের নরপতি, শ্রীকুটা, দূর্গাপুর, রাণীগাঁও, আমরুড, আসামপাড়া, জারুলিয়া, শনখলা, বাসুল্লা, শাকির মোহাম্মদ গ্রামে গ্রামে প্রবেশ করে স্বামী পরিত্যক্ত বিধবা মহিলা ও যুবতি মেয়েদের প্রলোভন দেখিয়ে মানব পাচারের ফাঁদে ফেলছে। শুধু মানব পাচারই নয় সুযোগ বুঝে ওই মহিলাদের দেশ ও বিদেশ নিয়ে অনৈতিক কাজে বাধ্য করছে। পরে তারা গরু, ভিটা বাড়ি বিক্রি করে দেশে আসছে। প্রতিনিয়ত প্রতারনার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে অসহায় মানুষ গুলো। স্থানীয় চেয়ারম্যান ইউপি সদস্যরা অনেকেই ওই সব দালালদের চিনেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না বলে তারা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।