সৈয়দ মুশফিকের মুক্তির দাবীতে পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
তারিখ: ১-জুন-২০১৫
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর মুক্তির দাবিতে পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে কোর্ট পয়েন্ট এলাকায় এক পথসভায় মিলত হয়। পৌর ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান ফসলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিবুর ইসলাম সুমন এর পরিচালনায় উক্ত পথ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সিনিয়র সদস্য রায়েদ চৌধুরী রিংকু, যুগ্ম আহবায়ক আজিজ সিদিকী, মোহাম্মদ আলামিন সদার, রিফাত চৌধুরী, আলামিন তালুকদার, মোহাম্মদ ইলিয়াস, শিপন আহমেদ, তাহির আলম, কায়েস মুন্তাকিন, গউছ রেজাউল, জাকারিয়া রুবেল, ফাইজউল্লা, মোঃ আব্দুল মতিন, আলামিন হোসাইন, শফিক, জায়েদ, রায়হান, জনি, আব্দুর রউফ, নোমান, টিপু, সেলিম, কাওছার, পারভেজ, মিঠু, দিপু, শাহরিয়ার, সোহেল মিয়া, উজ্জ্বল, ছোটন, জুনায়েদ, মুক্তা, এনামুল, সৌরভ, পারভেজ, সালমান, ইমাম, নিজাম, মনসুর, ইমরান, ওয়াহিদ, সমিরন, বিশ্ব, ইউসুফ, জাহেদুল, নজরুল, আনোয়ার, সামাদুর, রাকিব, জনি প্রমুখ। বক্তারা বলেন জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ কে যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয়, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আমাদের প্রাণপিয় ছাত্র নেতা জেলা ছাত্র দলের কান্ডারী সৈয়দ মুশফিক আহমেদ কে মুক্ত করে আনব ইনশাল্লাহ।

প্রথম পাতা
শেষ পাতা