শায়েস্তাগঞ্জে ৫৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব
তারিখ: ১-জুন-২০১৫
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ রেল স্টেশন থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৮ বোতল বিদেশি হুইস্কিসহ আব্দুল কাইয়ুম (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র এএসপি মোঃ হায়াতুন নবীর নেতৃত্বে র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ স্টেশনে অভিযান চালায়। এসময় শ্রীমঙ্গল উপজেলার দনি উত্তরসুর গ্রামের ইচপর উদ্দিনের পুত্র মাদক ব্যবসাযি আব্দুল কাইয়ুমকে উল্লেখিত পরিমান মাদকসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়।

প্রথম পাতা
শেষ পাতা