বাহুবলে দুই বাড়িতে ডাকাতদলের হানা
তারিখ: ১-জুন-২০১৫
আজিজুল হক সানু, বাহুবল ॥

বাহুবলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সফি আহমেদ চৌধুরী সফিক ও বাহুবল মডেল প্রেসক্লাবের সদস্য মঈনুল ইসলামের বাসায় এবার ডাকাতদলের সদস্যরা হানা দিয়েছে। তবে গ্রামবাসীর প্রতিরোধে ধাওয়া খেয়ে ডাকাতরা পালিয়ে গেছে। জানা যায়, গত ১৮ মে উপজেলা পরিষদের সন্নিকটে ঢাকা সিলেট মহা-সড়কের পাশে উপজেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন আলীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতরা গৃহকর্তা ও মহিলাদের মারধোর করে বিপুল পরিমানের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। এর পূর্বে বাহুবল মডেল থানার পাশে উজ্জল স্টেশনারী স্টোর, জাঙ্গালিয়া সুলতানা ভেরাইটিজ স্টোর, শাহজালাল ট্রেডার্স সহ পুটিজুরী ইউনিয়নের রাজসুরত গ্রামের ব্রয়লার ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে ডাকাতি, কুমেদপুর গ্রামের আব্দাল মিয়ার দরজা ভেঙ্গে গরু চুরি, জনতার হাতে জড়িত ব্যক্তি ধৃত, আব্দানারায়ন গ্রামের মধু মিয়ার বসত ঘরে হানা দিয়েছিল দুর্বৃত্তরা। কিন্তু এ ঘটনার সাথে জড়িত বা মালামাল উদ্ধার করা হয়নি।

প্রথম পাতা
শেষ পাতা