হবিগঞ্জ শহরের আদালত প্রাঙ্গনে মামলার জের ধরে ৩ ব্যক্তিকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীদের মধ্যে কৃষকলীগ নেতাসহ দুই ভাইকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল রবিবার বিকেল ৩টায় আদালত প্রাঙ্গনে এ ঘটনাটি ঘটে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল সকাল ৭টায় সদর উপজেলার শৈলজুরা গ্রামে গাছের পাকা জাম পাড়াকে কেন্দ্র সনজব আলীর পুত্র জিন্নত আলীর সাথে একই গ্রামের মহরম আলীর পুত্র দুলন মিয়ার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে জিন্নত আলী বাদী হয়ে সকাল ১১টায় দুলনসহ তার লোকজনের বিরুদ্ধে আদালতে একটি সাধারণ ডায়রী করেন। সাথে সাথে বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার ব্যক্তিবর্গ সালিশে নিস্পত্তির উদ্যোগ গ্রহন করেন। এদিকে, গতকাল বিকেলে এ ঘটনায় দুলনসহ তার লোকজনের বিরুদ্ধে মামলা করার জের ধরে আদালত প্রাঙ্গনে জিন্নত আলীর উপর হামলা চালায় একদল দূর্বৃত্তরা। এসময় জিন্নত আলীর লোকজন এগিয়ে আসলে তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। এসময় হামলাকারীরা পালিয়ে গেলেও দুলন (৩২) ও তার ভাই আরব আলী (৩৮)কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। আহতদের মধ্যে মাসুক মিয়া (৩৫), সেবুল মিয়া (৩০), জহিরুল ইসলাম (২২) কে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় সদর থানায় আটককৃতদের ছবি তুলতে গেলে দুলন মিয়া সাংবাদিকদের জানায় সে নুরপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক।