মাধবপুরে পূর্ব শত্রুতার জেরে দুই কৃষকের সবজিবাগান কেটে দিল দুর্বৃত্তরা
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে দুই কৃষকের তিন থেকে চারশোরও বেশি ফলন্ত টমেটো গাছ কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন—মিলাদ মিয়া ও রোকেল মিয়া। ক্ষতিগ্রস্ত কৃষক রোকেল মিয়া বলেন, “শুক্রবার সকালে এসে দেখি আমাদের সবজি কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। রাতের আঁধারে কয়েক মাসের পরিশ্রম এমনভাবে নষ্ট হবে কখনো ভাবিনি। আমরা এখন পুরোপুরি পথে বসে গেছি। প্রতিটি গাছের সঙ্গে আমাদের স্বপ্ন ও শ্রম জড়িত ছিল। এ হামলায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।”
দুই কৃষকের দাবি, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাদের টমেটো বাগানে ঢুকে গাছগুলো কেটে দিয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শঙ্কা ছড়িয়ে পড়েছে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, “দুর্বৃত্তদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড একেবারেই গ্রহণযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ ধরনের ঘটনা শুধু কৃষকদের অর্থনৈতিক ক্ষতি নয়, তাদের মনোবলও ভেঙে দেয়।” ক্ষতিগ্রস্ত দুই কৃষক থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মুর্শেদ খান বলেন, “কৃষকরা মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।”