স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সলের ছোট ছেলে সায়হাম নীট কম্পোজিট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাফকাত আহমদ বলেছেন- চা বাগানের মানুষ দীর্ঘদিন অবহেলিত সুবিধাবঞ্চিত ছিল। কিন্তু শিল্পকারখানায় কর্মসংস্থানের সুযোগ পাওয়ার মাধ্যমে তারা এখন ধীরে ধীরে স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। “আমরা তাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। চা বাগানের মানুষের দুঃখকষ্ট আমরা ছোটবেলা থেকেই খুব কাছে থেকে দেখেছি। তাদের সংগ্রাম, সীমাবদ্ধতা এবং স্বপ্ন আমাদের কাছে পরিচিত। তাদের জীবনমান যাতে আরও উন্নত হয়, এজন্য আমরা শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছি। চা বাগানের মানুষ আমাদের জন্য শুধু ভোটার নন, তাঁরা আমাদের পরিবারের অংশ। মাধবপুর চুনারুঘাট অঞ্চলের সামগ্রিক উন্নয়নে প্রয়োজন পরিবর্তনের নেতৃত্ব যে নেতৃত্ব জনগণের সমস্যা বোঝে এবং সমাধানে বাস্তব ভূমিকা রাখতে পারে। এ কারণে তিনি উপস্থিত সকলকে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। গত ৩দিন ধরে নোয়াপাড়া নির্বাচনী কার্য্যালয়ে হবিগঞ্জ-৪ (মাধবপুর চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল’র সমর্থনে উপজেলার নোয়াপাড়া, বৈকুন্ঠপুর, জগদীশপুর, সুরমা, তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার, জোয়ালভাঙা, বেগম খান, চন্ডিছড়া, রামগঙ্গা এবং চাকলা পুঞ্জি চা বাগানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়কালে এ কথাগুলো বলেন।
শ্রমিক নেতারা জানান, সায়হাম পরিবার ও সৈয়দ মোঃ ফয়সল বহু বছর ধরে চা বাগানের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। চা শ্রমিকদের নানা দাবিদাওয়া, মৌলিক অধিকার এবং জীবনমান উন্নয়নে তাদের ভূমিকায় শ্রমিক সমাজ কৃতজ্ঞ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুরমা চা বাগানের শ্রমিক নেতা দীপক রাজ বলেন, “সুরমা চা বাগানে মোট তিনটি ওয়ার্ড রয়েছে। আমরা সবাই শ্রমিক নেতা মিলে এ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। এবারের নির্বাচন আমাদের জন্য একটি ইতিহাস রচনার সুযোগ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমরা সৈয়দ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই। চা শ্রমিক নেত্রী খাইরুন বলেন- বাগানের মানুষ সংকট থেকে মুক্তি পেতে একটি সৎ, শ্রমিকবান্ধব নেতৃত্বের প্রয়োজন, এবং সৈয়দ মোঃ ফয়সলের নেতৃত্বের প্রতি তারা ইতিমধ্যেই আস্থা গড়ে তুলেছেন।