জীবন আহমেদ লিটন, বানিয়াচং ॥
জুলাই বিপ্লবি ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ওসমান হাদীগে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মশাল মিছিল করেছে বানিয়াচংয়ের ছাত্র সমাজ। মশাল মিছিলে ডাক দিয়েছেন হাদী ভাই ঘরে থাকার সময় নাই, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান তুলেন বানিয়াচংয়ের বিপ্লবীরা। শুক্রবার ১২ ডিসেম্বর সন্ধ্যার পর স্থানীয় বড়বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মশাল মিছিলটি শহীদ মিনারে এসে শেষ হয়।
এতে বক্তব্য দেন, জুলাই বিপ্লবী খাইরুর ঠাকুর, রিমন আহমেদ, জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত বিপ্লবী সাদ্দাম হোসেন, ইজাজুল ইসলাম, আবু সুফিয়ান লস্কর তন্ময়, সেজু আহমেদ, শহীদুল ইসলাম, জুলাই গণ অদ্ভূতথানে শহীদ আনাসের ভাই শহীদ পরিবারের প্রতিনিধি রাসেল আহমেদ, জুলাই বিপ্লবি জিসান আহমেদ, ইমন মিয়া, ইমদাদুল, লুৎফুর প্রমুখ। বক্তারা বলেন, বিপ্লবী ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টাকারীদের খোঁজে বের করে গ্রেফতার করতে হবে, অন্যতায় বিপ্লবীদের সাথে পুরো দেশবাশী জেগে তুমুল আন্দোলন গড়ে তুলা হবে। মিছিলকারীরা গুলিবিদ্ধ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন।