মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনের দায়ে দুইজনকে ৪ লাখ টাকা জরিমানা
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 মাধবপুরে অবৈধভাবে মাটি-বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে দুই বালু ব্যবসায়ীকে আটক করে মোট ৪ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন, উপজেলার নারায়ণখোলা এলাকার আবু মোঃ রমজান আলীর ছেলে হাবিবুর রহমান নুরু (৩৮) ও রেজাউল মুত্তাকিম (৩৩)। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ, প্রকৃতি ও স্থানীয় জনজীবনে ক্ষতি হচ্ছে। তাই অভিযান চালিয়ে সকল কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবেশ ও নদী সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে’।