পৈলারকান্দি মাছুয়াটেক সেচ প্রকল্পে নীতিবহির্ভূতভাবে ম্যানেজার নিয়োগের অভিযোগ ॥ কৃষকদের মধ্যে ক্ষোভ
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 বানিয়াচংয়ের ১৫নং পৈলারকান্দির  অন্তর্গত মাছুয়াটেক সেচ প্রকল্পের বর্তমান ম্যানেজার থাকা অবস্থায় নীতিবহির্ভূতভাবে ভূমিহীন এক ব্যক্তিকে সেচ প্রকল্পের ম্যানেজার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রকল্পের নিয়ন্ত্রণাধীন কৃষকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। অপরদিকে ২০২৪-২৫ সনের দায়িত্ব পালনকরা ম্যানেজার মোঃ শাহ আলম ২০২৫-২৬ সনের জন্য নিয়মনীতি বহির্ভূতভাবে নিয়োগ দেওয়া ম্যানেজারকে বাতিল করে পুনরায় তাকে নিয়োগ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। গত ৭ ডিসেম্বর জেলা প্রশাসকের বরাবর আবেদনে মাছুয়াটেক সেচ প্রকল্পের ২০২৪-২৫ সনের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করা ম্যানেজার পৈলারকান্দি গ্রামের হিরা মিয়ার ছেলে শাহ আলম অভিযোগ করে বলেন- মাচুয়াটেক সেচ প্রকল্পে  ২০২৪-২০২৫ইং সনের ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি সকল কৃষকদের চাহিদামতো পানি সরবরাহ করেছেন। সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে নিয়োগ লাভের পর থেকে সেচ প্রকল্পের নিয়ম নীতি অনুযায়ী তিনি যাবতীয় বিধানাবলী পালন করেন। তার  বিরুদ্ধে সাধারণ কৃষকদের কোন প্রকার অভিযোগও ছিল না। মাচুয়াটেক সেট প্রকল্পের সাধারণ কৃষকদের মতামতের ভিত্তিতেই তাকে গত বছর মাছুয়াটেক সেচ প্রকল্পে ম্যানেজার হিসেবে দায়িত্বভার অর্পন করা হয়। দায়িত্বভার গ্রহন করেই তিনি  কম খরচে সেচ ব্যবস্হাসহ তাদের  কোন অধিকার ক্ষুন্ন হয় এই ধরনের কোন কর্মকান্ডে জড়িত হন নাই। এমনকি তিনি নিয়ন অনুযায়ী হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বানিয়াচং জোনাল অফিসে সেচ প্রকল্পের পি,বি,এস কনজুমার ডিপোজিটের জন্য অগ্রীম ১৮,৭৫০/- টাকা প্রদান করেন। এই পি,বি,এস কনজুমার ডিপোজিটের টাকা এখনো সংরিক্ষত আছে। কিন্তু উপজেলা সেচ কমিটি ২০২৫-২৬ সনের  ম্যানেজার নিয়োগ দিতে নানা টালবাহানা শুরু করে। এলকার কৃষকদের সমর্থন নিয়ে শাহ আলম আবারো ম্যানেজারের স্কিম জমা দিলেও উপজেলা সেচ কমিটি অনিয়মভাবে  আবুল হাশিম মিয়ার ছেলে রোমান মিয়াকে মাছুয়াটেক সেচ প্রকল্পের নতুন ম্যানেজার নিয়োগ দেয়। অথচ সেচ প্রকল্পের শর্ত অনুযায়ী প্রকল্প এলকায় ম্যানেজারের ভূমি বা জমি থাকতে হবে। সেচ প্রকল্পের বিজ্ঞপ্তি অনুযায়ী মোঃ রোমান মিয়ার নিজস্ব কোন জমিজমা নাই, নিজস্ব জমি জমা না থাকা স্বত্বেও অসদোপায়ে পরস্পর যোগাযোগী মূলে বর্তমান ম্যানেজার শাহ আলম দায়িত্বরত থাকাবস্থায়ও মোঃ রোমান মিয়াকে মাচুয়াটেক সেচ প্রকল্পের ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়। যা  সম্পূর্ন আইন বিরোধী। এতে  সেচ প্রকল্প  এলাকার কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। জেলা প্রশাসকের কাছে শাহ আলম নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেয়া নতুন  ম্যানেজার রোমান মিয়াকে অপসারণ করে তাকে দায়িত্ব দেয়ার জন্য দাবি জানান।