জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা জাপার পরামর্শ সভা
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫
নিজস্ব প্রতিনিধি ॥

কেন্দ্রীয় নির্দেশ ক্রমে আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আগামী  ১৪ ডিসেম্বর হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা সামনে রেখে পরামর্শ সভা অনুষ্ঠিত। জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এম এ মুমিন চৌধুরী বুলবুল এর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমান পরিচালায় উক্ত পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জেলা জাপা নেতা আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু,মীর জিয়াউল হক জিয়া, তৌহিদুল ইসলাম তৌহিদ, জালাল উদ্দিন আহমেদ, গাজী মিসবাহ উদ্দিন, আব্দুস সালাম, রকিব আহমেদ, এম এ হান্নান, ফরিদ মিয়া, সায়েদ মিয়া, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, দিলীপ চন্দ্র বর্মন, কামরুল মিয়া ও বশির আহমেদ প্রমুখ। পরামর্শ সভায় জাপা নেতারা বলেন-জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর ছোট ভাই জাপার বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে জাপাকে সুসংগঠিত করে তুলতে হবে। সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।