নবীগঞ্জ প্রতিনিধি ॥
নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে একটি টিলায় এক্সেকেভেটর দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া চা বাগানের ভেতরে মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পুনরায় টপ সয়েল কাটতে থাকেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন। এ ঘটনায় চা বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী ও টিলা বাবুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার পাঠানো হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।