চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের অনুমোদিত কমিটি নেই, জাহাঙ্গীর খান শ্রমিকদলের কেউ নন
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫

গত ১১ ডিসেম্বর দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক খোয়াই, দৈনিক আজকের হবিগঞ্জ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি সহ বিভিন্ন পত্রিকায় “নিলাম কার্যক্রমে বাঁধা ও বন কর্মকর্তার উপর হামলা, চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের আহবায়ক জাহাঙ্গীর খান সহ দুইজনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টি গোচর হয়েছে। এসব সংবাদে জাহাঙ্গীর খানকে চুনারুঘাট  উপজেলা শ্রমিকদলের আহবায়ক উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও অসত্য। পূর্বে জাহাঙ্গীর খান চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন। কিন্তু অনেক পূর্বেই ওই কমিটি বিলুপ্ত ও বাতিল ঘোষণা করা হয়েছে, যা হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে চুনারুঘাট উপজেলা শ্রমিকদলের অনুমোদিত কোনো কমিটি নেই। যারা চুনারুঘাটে শ্রমিকদলের পরিচয় দিয়ে বা নাম ভাঙ্গিয়ে অপকর্ম করছে তাদের সাথে শ্রমিকদলের কোনো সম্পর্ক নেই। তাদের অপকর্মের দায়ভার দল নিবে না।  
এডভোকেট এস এম বজলুর রহমান
সাধারণ সম্পাদক
হবিগঞ্জ জেলা শ্রমিকদল।