স্টাফ রিপোর্টার ॥ শহরের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন আক্তার স্টিকারযুক্ত, সাইলেন্সার বিহীন ও অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে। একদিনে অর্ধশতাধিক মোটর সাইকেল আটক করা হয়েছে এবং ১৫টি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক পুলিশ এ অভিযান করে। কোর্ট স্টেশন, চৌধুরী বাজার ও কামড়াপুর মোড়ে এ অভিযান চলে। তবে এ অভিযানে সাংবাদিক, ইমাম সাহেব, আইনজীবী, পুলিশ, কেউই ছাড় পায়নি। অনেকেই জরিমানা দিয়ে মোটর সাইকেল ছাড়িয়ে নেন। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযান নিয়মিত চলবে।