ভারতীয় আধিপত্য আর কেউ বরধাস্ত করবে না- অলিউল্লাহ নোমান
তারিখ: ১৩-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

“নতুন করে ভারতীয় আধিপত্য আর কেউ বরধাস্ত করবে না” বলে হুশিয়ারি করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট উপজেলা) আসনে সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আমি দীর্ঘদিন নির্বাসনে ছিলাম। ১২ বছর নির্বাসনে থাকার পর ৫ আগষ্ট বিপ্লবের পরে আমি বাংলাদেশে এসেছি মাটির টানে। আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন। আমি জীবন দিয়ে হলেও মাধবপুর চুনারুঘাটবাসীর উন্নয়ন করতে চাই। এলাকার রাস্তা-ঘাটসহ লেখাপড়ার মান উন্নয়ন করতে চাই।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত পর্যন্ত মাধবপুর উপজেলা বিভিন্ন হাটে বাজারে
গণসংযোগ শেষে ধর্মঘর ইউনিয়নের বটতলা বাজারে পথসভায় এসব কথ বলেন তিনি।
নোমান বলেন, বিভিন্ন এলাকায় গণসংযোগকালে রাস্তা-ঘাটের বেহাল অবস্থা দেখে আমার মনে হয়েছে গত ৫৪ বছরে এদেশে কোনো সরকারই ছিল না। যদি সরকার থাকত ৫৪ বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ এসেছে এইঅঞ্চলের জন্য কিন্তু টাকা যদি সঠিক খাতে ব্যয় হত তাহলে রাস্তার বেহাল অবস্থা হওয়ার কথা নয়। এই রাস্তার টাকা লুটপাট হয়েছে। আমরা সেই লুটপাঠ বন্ধ করার জন্য আপনাদের সামনে এসেছি।
তিনি বলেন, বিগত ৫ আগষ্টের বিপ্লব আমাদের নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে। আমাদের দেশে কিছু কিছু নেতা আছে তারা মনে করে এইদেশ, এই অঞ্চল তাদের বাবার সম্পত্তি, আমরা কারো দাসত্বেঘিরি করতে চাই না । আমরা স্বাধীন ভাবে মাথা উচু করে বেঁচে থাকতে চাই।