শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর ক্যাম্প চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন একটি ভ্যান থামিয়ে তল্লাশি চালালে গাঁজার চালানটি পাওয়া যায়। পুলিশ সূত্র জানায়, সিলেট তামাবিল সীমান্ত এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে মাদক পরিবহনের গোপন সংবাদে পুলিশ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন ২৩-১৭৪৫) থামায়। তল্লাশিতে ২০ কেজি গাঁজা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। ঘটনাস্থলে স্থানীয়দের উপস্থিতিতে কাভার্ড ভ্যান ও গাঁজা জব্দ করে ভ্যানচালক মো. ইউছুফ (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার লডাইরচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে। গ্রেফতারকৃত ইউছুফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি তামাবিল সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।