আদালতের নির্দেশে টুয়েলভ কাপড়ের দোকান দখলমুক্ত
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

অবশেষে বাণিজ্যিক এলাকার বহু পরিচিত টুয়েলভ নামে কাপড়ের দোকান আদালতের নির্দেশে পুলিশ দখলমুক্ত করে প্রকৃত মালিকদের জিম্মায় দেন। গত রবিবার বেলা ১১টার দিকে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার বাসিন্দা মৃত আব্দুল মন্নাফ ভূইয়ার ছেলে আমিনুল ইসলাম ভূইয়া ও মনিরুল হক ভূইয়ার নিকট সমজিয়ে দেন। আমিনুল ইসলাম জানান, শহরের সার্কিট হাউজ সড়কের বাসিন্দা মনিরুজ্জামান সুমন ভুয়া দলিল সৃষ্টি করে স্বত্ত্ব দাবি করে এডিএম কোর্টে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে দোকানটিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে সুমন ও তার লোকজন দোকান তালাবদ্ধ করেন। পরে আমিনুল ইসলাম ভুইয়া ওই আদেশের প্রেক্ষিতে জজকোর্টে আপিল করলে প্রকৃত মালিক আমিনুল ইসলাম ভূইয়া ও মনিরুল হক ভূইয়ার নিকট সমজিয়ে দেয়ার নির্দেশ দিলে ওসি আদালতের নির্দেশে পুলিশ পাঠিয়ে তা দখলমুক্ত করে প্রকৃত মালিকের জিম্মায় সমজিয়ে দেন। এর আগে বেশ কয়েকবার সুমন ও তার দলবল দোকানটি জোরপূর্বক দখল করতে চেয়েছিলো। পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। কোনো উপায় না পেয়ে একটি ভূয়া দলিল সৃস্টি করে শুধুমাত্র আমিনুল ও মনিরুলকে হয়রানি করার জন্য মামলা করে কিছুদিনের জন্য দোকানটি তালাবদ্ধ করেন। এডিএম কোর্টের আদেশে ক্ষুব্দ হয়ে আমিনুল ইসলাম ভুইয়া জেলা জজ আদালতে যান। জেলা জজের আদেশে তারা সন্তোষ প্রকাশ করেন।