প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির উদ্যোগে হবিগঞ্জ জেলা ক্রিকেট ক্লাব প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় আধুনিক স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য মাহবুবুল বারী চৌধুরী মুবিন, জয়নাল আবেদীন, সাইফুর রহমান জসিম। আরো উপস্থিত ছিলেন বিসিবি জেলা কোচ মইনুল ইসলাম সাচ্চু ও ক্লাব প্রতিনিধিবৃন্দ। আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৭ তারিখ হতে প্রথম বিভাগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজনের উদ্দেশ্যে নিবন্ধন ফরম বিলি করা হবে এবং আগামী ২৯ ডিসেম্বর জমা দেওয়ার শেষ তারিখ ধার্য করা হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় এই প্রথম প্রতিটি খেলার জন্য প্রাইস মানি রাখা হবে। ক্রিকেট পরিচালনা কমিটি করা হয় কমিটিতে জয়নাল আবেদী জয়নালকে আহ্বায়ক ও মাহবুবুর বারী চৌধুরী মুবিনকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট্য কমিটি করা হয়।