মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৪০) পরিচয়ের এক ব্যক্তি মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. ইমরুল হাসান জানান, প্রায় ১২ দিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। তখন তার নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল এবং তিনি কথা বলতে পারছিলেন না। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক নজরদারিতে রাখার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এবং অন্যান্য চিকিৎসা দিয়ে তার জীবন রক্ষার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় চিকিৎসা কার্যকর হয়নি। ডা. ইমরুল হাসান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে সুস্থ করার জন্য। কিন্তু তার শরীরের অবস্থা এতটাই জটিল ছিল যে শেষ পর্যন্ত তিনি আজ মারা যান। পরিচয় শনাক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পুলিশকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তদনুযায়ী মাধবপুর থানা ঘটনাস্থলে পুলিশিক ব্যবস্থা নিয়েছে। পরিচয় নিশ্চিত না হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে।