বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের শাড়ি-কসমেটিক্স জব্দ
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
স্টফ রিপোর্টার ॥

কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় গোপন কুঠুরি বানিয়ে কাঠের গুড়া ভর্তি বস্তার মধ্যে লুকানো ও ট্রাকে বালির নীচে লুকানো বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি, কসমেটিকস, জিরাসহ গাড়ি জব্দ করেছে হবিগঞ্জ  ৫৫ বিজিবি। এছাড়া বিওপিতে মদ এবং পেঁয়াজ জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। গত ২৪ ঘন্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি জানায়,, সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগতভাবে অবস্থান করে বিজিবি। রাত প্রায় ২ টার দিকে কাভার্ড ভ্যান আটক করে তল্লাশী চালায় বিজিবি। এ সময় গাড়ি ভর্তি কাঠের গুড়া দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে কাভার্ড ভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি থেকে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শাল জব্দ করতে সক্ষম হয়। একইভাবে আরেকটি বালুর ট্রাক তল্লাশী করে বালির নিচে লুকায়িত অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স ও জিরা জব্দ করা হয়। অপরদিকে ব্যাটালিয়নের বিশেষ টহল ছাড়াও অধীনস্থ সিন্দুরখান ও বাল্লা বিওপির টহল দল সীমান্ত এলাকার চোরাচালান প্রবন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ভারতীয় পিয়াজ এবং ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবির সদস্যরা। 
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, ‘জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে’।