হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীদেরকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ জেলার ৪টি আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী নির্বাচনের লক্ষ্যে জেলা জাতীয় পার্টির উদ্যোগে জরুরি বর্ধিত সভা গতকাল হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ জালাল উদ্দিন খানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শিবলী খায়েরের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাপা নেতা শাহ ফরিদুল ইসলাম, মোঃ আবু তাহের, ফজল আহমেদ অজল, আব্দুর রহিম, আরশাদ হোসেন খান, মোঃ ফারুক মিয়া শাহ্, হাজী নোমান মোল্লা, মোঃ আব্দুল আওয়াল, মোজাহিদুর রহমান জাহিদ, মোছাঃ নুরজাহান চম্পা, মোঃ সরোয়ার শিকদার, মোঃ নজরুল ইসলাম, আফরোজ মিয়া তালুকদার, সোহেল আহমেদ রানা, আব্দুল মতিন চৌধুরী, মোঃ আব্দুল হাই, মোঃ আমির উল্লা, মোঃ ওয়াহিদুর রহমান, মোঃ কুতুবুল বাশার, মোঃ মহি উদ্দিন আখতার, মোঃ আব্দুল আওয়াল, মোঃ কুতুব আলী, মাসুক আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মত সিদ্ধান্তে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনে সাবেক সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু/এডভোকেট ছাদিকুর মিয়া তালুকদার, হবিগঞ্জ-৩, সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনে আলহাজ¦ মোঃ জালাল উদ্দিন খান, হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাট আহাদ ইউ চৌধুরী শাহীনকে মনোনয়ন প্রদানের জন্য সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ¦ জালাল উদ্দিন খান বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির প্রার্থীদেরকে হবিগঞ্জের ৪টি আসনে বিজয়ী করার লক্ষ্যে একযোগে কাজ করতে হবে। বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।