আজমিরীগঞ্জে রাসেল হত্যা মামলার আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার ॥

 আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে সংঘটিত আলোচিত রাসেল হত্যা মামলার প্রধান আসামিসহ সব অভিযুক্তরা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। কয়েকদিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করতে না পারায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, গত ৯ ডিসেম্বর কাকাইলছেও ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেসবুক পোস্টকে ঘিরে কাকাইলছেও ও আনন্দপুরের ডেমিকান্দি এলাকার দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে রাসেল মিয়া (৪৮) নিহত হন এবং নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর নিহত রাসেলের বড় ভাই আপেল মিয়া বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আল কুরআন সওদাগরকে প্রধান আসামি করে মোট ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। তবে মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায় বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবার জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তারা ন্যায়বিচারের আশায় দিন গুনছেন। আসামিরা প্রকাশ্যে এলাকায় না ঘুরলেও বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে রয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, আলোচিত এ মামলার আসামিরা এখনও ধরা না পড়ায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেনের বক্তব্য জানতে তার ব্যবহারকৃত সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে থানা সূত্রে জানা গেছে, রাসেল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।