স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের সক্রিয় তৎপরতায় বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রতারণাপূর্বক হাতিয়ে নেওয়া নগদ অর্থ ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব অর্থ ও মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। জানা যায়, প্রতারণার মাধ্যমে বিকাশ ও নগদ থেকে হাতিয়ে নেওয়া সর্বমোট ৬ জন ব্যক্তির ১ লক্ষ ২৮ হাজার টাকা এবং ১৮ জন ব্যক্তির ১৮টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল। গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াছমিন খাতুন উদ্ধারকৃত নগদ অর্থ ও মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দেন। পুলিশ সূত্র জানায়, এর আগে হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণা করে হাতিয়ে নেয়া এসব অর্থ ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের চিহ্নিত করে তা হস্তান্তরের ব্যবস্থা করা হয়। সাইবার ক্রাইম মনিটরিং সেলের এমন সফলতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।