বিজয় দিবসে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান সৈয়দ ফয়সল’র
তারিখ: ১৬-ডিসেম্বর-২০২৫
মাধবপুর প্রতিনিধি ॥

 মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল। সোমবার বিকেলে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন। শুভেচ্ছা বার্তায় সৈয়দ মো. ফয়সল বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল এখনো দেশের সব মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। বিজয়ের এই মাসে জনগণের প্রত্যাশা স্বাধীনতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। তিনি বলেন, বিএনপি সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজনীতি করে যাচ্ছে এবং জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিক সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র, আইনের শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে সৈয়দ মো. ফয়সল বলেন, তারেক রহমান দেশে ফিরে এলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন গতি সঞ্চার হবে। একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও অবাধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে যা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা। বিজয়ের মাসে জাতি তারেক রহমানকে দেশে বরণ করে নিতে প্রস্তুত এমন প্রত্যাশার কথাও তিনি ব্যক্ত করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপি বাংলাদেশে রাজনীতি করে আসছে। বিএনপি মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে জাতীয়তাবাদী চেতনায় দেশ ও মানুষের কল্যাণে কাজ করছে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন, শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। নিজের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আমাকে হবিগঞ্জ-৪ আসনে মনোনয়ন দিয়েছে এটি আমার জন্য গর্ব ও দায়িত্বের বিষয়। তাই মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই, দলমত নির্বিশেষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা করবেন।