স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযানে বাংলাদেশ আওয়ামীলীগ শায়েস্তাগঞ্জ পৌর শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে শায়েস্তাগঞ্জ নেতা গ্রেফতার থানা পুলিশের ডেভিল হ্যান্ড অপারেশনের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে মহলুল সুনাম রাধাকৃষ্ণ মন্দিরের নিকট থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি মৃত এরাজত আলীর পুত্র। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য যাচাই-বাছাই শেষে পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।