প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামের মো: মহসিন তালুকদারের ২ টি কিডনির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক। বৃহস্পতিবার শহরের আরডি হলে এ সহযোগিতা প্রদান করা হয়। সহায়তার নগদ অর্থ মহসিনের হাতে তুলে দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন তালুকদার স্বপন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, বিশিষ্ট সংগীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, কন্ঠ শিল্পী রাসেল প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন মানিক।