বাহুবল প্রতিনিধি ॥
বাহুবল উপজেলার চন্দ্রছড়ি এলাকা থেকে জুয়া খেলার সময় ৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানা পুলিশের চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটককৃতরা হল- শায়েস্তাগঞ্জের আলাপুর গ্রামের মজিদ মিয়ার পুত্র মো. সাকিল মিয়া (২০), চুনারুঘাটের নোলা চা-বাগান গ্রামের মৃত দীনেশ ধরের ছেলে লক্ষীনধর (৩০), হবিগঞ্জ সদরের রামপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মো. মোবাশ্বির (২৫), বাহুবলের পশ্চিম আব্দাকামাল গ্রামের সুরুজ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০), চুনারুঘাটের খাগাউশ পাচগাঁও গ্রামের আশিক মিয়ার ছেলে মো. হাবিজুর রহমান (১৮), বাহুবলের লামাতাসি গ্রামের ছায়েদ মিয়ার ছেলে মো. মিলন আহমেদ কাউসার (২২), বাহুবল হরিপাশা গ্রামের মৃত আমির আলীর ছেলে মো. সুরত আলী (৬০), বাহুবল লাকড়ীপাড়া গ্রামের মৃত মতলিব মিয়ার ছেলে আ. রহমান (৩৫)। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের করা হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জুয়া, মদ ও গাঁজার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।